সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সভাপতি হওয়ার দৌড়ে সদস্য সংগ্রহ অভিযান শিকেয়, বিভ্রান্তি বিজেপির অন্দরে

Riya Patra | ০৫ জানুয়ারী ২০২৫ ১৯ : ৪২Riya Patra


মিল্টন সেন,হুগলি: সদস্য সংগ্রহ অভিযান নিয়ে কার্যত একাধিক গোষ্ঠীতে বিভক্ত জেলা বিজেপি। বিভ্রান্ত বিজেপি কর্মীরা। আগামী ১০ জানুয়ারি শেষ হবে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। নির্ধারিত দিন যত এগিয়ে আসছে বিজেপি দলের অন্দরে থাকা গোষ্ঠী দ্বন্দ্বের চিত্র ক্রমশই প্রকাশ্যে আসছে। সামাজিক মাধ্যমে চলছে কাদা ছোড়াছুড়ি, বিষোদগার। আর এই প্রবণতার কারণ, কেন্দ্রীয় বিজেপির নির্দেশ জেলায় বিজেপির নেতৃত্ত্বে থাকা প্রত্যেক নেতাকে একক ভাবে কমকরে ১০০ জনকে সক্রিয় সদস্য করতেই হবে। এই লক্ষ্য মাত্রা বিজেপি জেলা সভাপতি থেকে অন্যান্য কার্যকর্তা বিধায়ক সাংসদ সকলের ক্ষেত্রেই এক। আর সেই লক্ষ মাত্র পূরণ করতে না পারলে সেই ব্যক্তি নেতৃত্ব হারাবে।

 যদিও বিধায়ক, সাংসদদের ক্ষেত্রে বিষয়টা অনেকটাই সহজ। কারণ তাঁরা বর্তমানে নির্বাচিত। ক্ষমতার অলিন্দে। তাই কর্মীদের সহজেই বুঝিয়ে নিজেদের কোটা সম্পূর্ণ করতে সক্ষম হবেন। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত বিজেপির এক বিধায়ক প্রকাশ্যে কর্মীদের উদ্দেশে বলেছেন, একজন সদস্য করতে পারলে তিনি ওই কর্মীকে ১০০ টাকা দেবেন। এই নিয়ে পরবর্তী সময়ে অনেক বিতর্ক হয়েছে। এমনিতেই নির্বাচিত বিধায়কের ক্ষেত্রে একশ সদস্যের কোটা পূরণ  খুব সমস্যার নয়। তবে সমস্যাটা অন্য জায়গায়। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কার্যকর্তাদের পাশাপাশি প্রত্যেক সাংগঠনিক জেলাকে ১ লক্ষ সক্রিয় সদস্য সংগ্রহের নির্দেশিকাও দিয়েছে। যদিও বিজেপির তরফে প্রত্যেকটি লোকসভা আসনকে একটি সাংগঠনিক জেলা হিসেবে ধরা হয় । জেলার ক্ষেত্রে দেওয়া ১ লক্ষ সক্রিয় সদস্য পদের লক্ষ্যমাত্রা পূরণ না হলে পদ খোয়াতে হতে পারে জেলা সভাপতিকে।

তাই শুরু থেকেই জেলা সভাপতি হওয়ার লক্ষ্য নিয়ে সদস্য সংগ্রহ অভিযানে সামিল হয়েছিলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির নামিদামি কার্যকর্তারা। এই দৌড়ে সামিল রয়েছেন, প্রাক্তন জেলা বিজেপির একাধিক সভাপতি, বিধানসভা নির্বাচনে পরাজিত প্রার্থীরা, শাসক দল থেকে বিজেপিতে আসা নেতা অথবা শাসক দলের সঙ্গে সম্পর্ক নিবিড় অথচ এখনও পুরোপুরি বিজেপি হতে পারেননি এমন নেতারাও। সকলেই দৌড়চ্ছেন। তবে আলাদা আলাদা। উপরতলার সবাই এই ইঁদুর দৌড়ে সামিল হয়েছিলেন এই জন্যই, কারণ বর্তমানে হুগলি লোকসভা আসন, এবং এই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে। সাংগঠনিক জেলায় বিজেপির নির্বাচিত বিধায়ক বা সাংসদ কিছুই নেই। তাই এখন লক্ষ্য জেলা সভাপতির চেয়ার।  সকলেরই লক্ষ্য জেলা সভাপতি হওয়া। তাই নিজেকে সেরা হিসেবে তুলে ধরতে মরিয়া জেলা বিজেপির কার্য কর্তারা।

তবে তাঁরা আগে অবশ্যই নিজের কোটা সম্পূর্ণ করেছেন, তারপর সভাপতি হওয়ার জন্য দৌড়চ্ছেন। কেউ রাজ্য বিজেপি নেতাদের কাছে, কেউ আবার দিল্লি গিয়ে ধর্না দিচ্ছেন। এখানেই শেষ নয়, দৌড়ে সামিল প্রত্যেকেই আবার তাঁদের অনুগামীদের বলে দিচ্ছেন, আর সদস্য সংগ্রহ করার প্রয়োজন নেই। তাঁর কোটা সম্পূর্ণ হয়ে গেছে। জেলার কোটা যাতে কোনও ভাবেই সম্পূর্ণ না হয়, সেটা দেখতে হবে। আর শুরু থেকেই জেলা বিজেপি নেতাদের এই প্রবণতা সদস্য সংগ্রহ অভিযানকে কার্যত ডুবিয়েছে। সম্প্রতি হুগলির পাণ্ডুয়ায় গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার দলের সাংগঠনিক দুর্বলতা কার্যত স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।গত ২১ ডিসেম্বর পাণ্ডুয়ায়র বৈঠকে প্রকাশ্যেই ক্ষুব্ধ মহাগুরু বলেছিলেন, আগে দলের সব মেম্বারশিপ ফেক ছিলো। এখন যেটা হচ্ছে সেটাই ঠিক। দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে লকেট চ্যাটার্জিকে হারতে হয়েছে। সদস্য সংগ্রহ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম হয়েছে। তার পরেও ঘোর কাটেনি বিজেপি নেতাদের। চলতি বছরের জানুয়ারি মাসের ৫ তারিখ, এখনও সদস্য সংগ্রহের পরিমাণ ৭০ হাজারে পৌঁছয়নি। নির্ধারিত সময়ের আর মাত্র পাঁচ দিন বাকি। এখন যা অবস্থা, তাতে কোনও ভাবেই লক্ষ মাত্রা পূরণ কার্যত অসম্ভব। তার কারণ একটাই, এখনও নিজেদের কাজে অবিচল রয়েছেন বিজেপি নেতৃত্ব। নেতারা নিজের স্বার্থ চরিতার্থ করতে দলের অন্যান্যদের অপদার্থ প্রতিপন্ন করার লক্ষে কর্মীদের বিভ্রান্ত করতে ব্যস্ত।


BJP Membership DriveHooghlyBJP

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া